কবি মঞ্চে উঠলেন,স্রোতা সম্মুখে তাকিয়ে বললেন, "ভাইয়েরা আমার"
প্রাণের স্পন্দনে উত্তপ্ত সমুদ্রের মত আছড়ে পড়লো ঢেউয়ের উপরে ঢেউ,
বিক্ষুব্ধ ফেনায় রচিত হতে থাকলো কবি আর কবিতার নাম ।
তিনি আমাদের কবি। কবিতা শুনালেন; "আমাদের আর দাবায়ে রাখতে পারবা না"
বুকের ভিতর থেকে সিংহনাদে বেরিয়ে এলো সাড়ে সাত কোটি শানিত অস্ত্র ।
কবি দীর্ঘ কবিতা শুনালেন;
বজ্র কন্ঠে বললেন- "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
প্রলয় হুংকারে গুড়িয়ে দেয়া হলো শত্রুর শিবির;
মানচিত্রের উপর থাপ্পড় মেরে লিখে দেয়া হলো "বাংলাদেশ" ।
এটা কোন ভূখন্ডের নাম নয় । এটা একজন পিতার রক্তাক্ত বুক,
যেখানে লেখা আছে ত্রিশ লক্ষ শহীদের নাম-
তিনি আমাদের কবি- কবিতার নাম দিলেন বাংলাদেশ।
৭/৩/১৮.
তেজগাঁও।