সে রাত ছিল ঝড়ি হাওয়া বিজলিতে ঝলমল
আকাশ মেয়ে নূপুরে তার ভাঙ্গছে টিনের চাল
তুমি আমি পাশাপাশি দুই জনে দুই রুমে -
অন্ধকারে বৃষ্টি শুধু বাড়ছিল হরদমে ,
আরেক কক্ষে জেগেই ছিলেন তোমার বাবা মা
অভয় দিলেন তারা ডেকে বললেন যে,ঘুমা
আমরা তখন পৃথক রুমে ,ফেলছি না কেউ স্বর
শোনা গেল সুখের আওয়াজ তোমার মা বাবার
তুমিও হয়তো বন্য হয়ে আসলে আমার কাছে
সেদিন আমারা আদিম হয়ে ঘুমালাম মাটিতে ।

২৭০৫২০.
বসত ভিটা।