নীড় খুঁজতে খুঁজতে যে পাখি ভুলে গেছে কবে;
কখন সে মেলেছিল ডানা, অন্তরীক্ষের তলে
থেমে গেলে ঝড়। তার কি ছিল কোন ঘরনি , ঘর!
অথবা ফড়িংয়ের যোগান নিয়ে শাবকের কাছে
ফেরার মত ওয়াদা। মনে নেই তার, কিছুই আর।

সে জানে- কথা নেই কারোরই আচম্বিতে মরবার--