ভিজে তুমি এলো চুলে বুকের পাটাতন
শামুকখোলা ফিরছে ঘরে
দুলছে কাশেরবন।

বাঁকা চোখে ঠিকি ছুয়ে ঠোঁটে মৃদু হাসি
আকাশ ভাঙ্গার শব্দ হলো
হলেম যে বানভাসি।

বেত ফুলে বৃষ্টি হলো অরণ্য খানখান
পদ্ম ফুটা কোমর তোমার
নিষ্ঠুর ও পাষাণ।

২২/০৫/২০.
বাড়ি।