আজ মানুষের ও প্রয়োজন বারো হাজার চোখ,
আরো অগণিত। অদৃশ্য সর্বভুক মৃত্যু তাদের শত্রু
দেশে দেশে শবাগার ;লাশ শুধু লাশ নেই সৎকার
নেই প্রিয়জন। বুকের কাছে বুক ছিল যার ঠোঁটের
কাছে ঠোঁট । একদিন সব ছিল,আজ অতি ভয় হয়
করোনার । প্রজাপতি,তোমার চোখ মানুষেরে দাও।
আবার প্রিয়ার বুক হোক ঘুমের বালিশ। মুখ গুজে
পড় থাক শতাব্দীর পর শতাব্দী।খুলির মধ্য থেকে
এই মৃত্যুর দিন মুছে যাক। পিতার হাত ধরুক ছেলে শ্রদ্ধায়, মমতাময়ী দিক পরম আশ্রয়ে পেতে বুক।
২৩৪২০.
খিলক্ষেত,ঢাকা।