মশাটা ঠিক আমার নাক বরাবর, চোখ বরাবর
ভনভন করছে।ব্যর্থ হচ্ছে মশারির সুরক্ষা ব্যবস্থা,
বুঝতে পারছি না আমি মশাকে তাড়াচ্ছি,নাকি মশা
আমাকে তাড়াচ্ছে !

ঘর বন্দি পৃথিবীর দরজার ওপাড় ,ওৎপাতা মৃত্যু
চুরি গেছে প্রবল আত্মবিশ্বাস। বাড়ির পাহারায় যে,
রাতের ঈশ্বর ভক্ত কুকুর । সেও অন্ধকার ভয় পায়।
নক্ষত্র আঁধারে ।

বাতাসে বেয়ে উঠা জলীয়বাষ্পের শরীর, খুঁজছে
মেঘের মন্দির । খবর বলছে আবহাওয়ার অভূত
পরিবর্তন। বাতাস মেঘ তাড়ায়!না মেঘ বাতাসকে!
বৃষ্টির খসড়া ।

চোখ থেকে ঘুম। ফুল থেকে ঘ্রাণ। মিলিয়ে, বিলিয়ে ক্ষয়
অদৃশ্যের হাতে শতশত চায়ের কাপ ফুরিয়ে , চুমুকের
শব্দ লেপ্টে আছে।নাসিকার অদ্ভুত ক্ষমতায় পায়
সূর্য পুড়া গন্ধ ।

১১/০৫/২০.
খিলক্ষেত,ঢাকা ।