আর সব স্মৃতিগুলো যদি
ছুড়ে ফেলে দিতে,
আর সব হতাশাগুলো যদি
ছড়িয়ে ছিটিয়ে দিতে
পারতাম, তবে দেখাতাম
তোমাদের।
কিভাবে কলম ধরতে হয়,
কিভাবে কথা বলতে হয়,
আর কিভাবে মাথা উঁচু করে
দাঁড়াতে হয়।

কারণ তোমরা ভুলে গেছ,
সামান্য সাধারণ কাজগুলো কিভাবে করতে হয়।
ভুলে গেছ, চোখ খুলে কিভাবে দেখতে হয়।
ভুলে গেছ, মনে মনে কিভাবে ভাবতে হয়।
ভুলে গেছ, কিভাবে একে অপরের সাথে
ভাব বিনিময় করতে হয়।
ভুলে গেছ

কিন্তু এখন,
তোমরা সবাই অন্ধ।
আর আমিও অসুস্থ পঙ্গু

তবে মনে রেখ, আমি আসব।
তাই সাবধানে থেক, কারণ আমি আসছি,
যেকোনো মুহূর্তে, আবারো।
নিকৃষ্ট, ভীত শঙ্কিত তোমাকে
ধ্বংস করতে।
আর ফেলে দিতে
আরেক বার প্রায়শ্চিত্তের সুযোগ দিয়ে।