হাঁটছিলাম সবাই ঐ পথে
ভাবছিলাম আগামীর কথা
শুনছিলাম তোমাদেরই গল্প
হাসছিলাম তোমারই সাথে
হঠাৎ
থেমে গেল ঐ সময়
চারিপাশে কেন এলো এই আধার
ঘড়ির সময়টা কেন আর না আগায়
কোথাও কেন নেই কোন শব্দ
তোমরা কেন এখন নিথর মূর্তি
ঘুরে ফিরে
ঘুরে ফিরে
দৌড়ে ফিরে
এপার ওপার
একটু খানি শব্দের খোঁজে
চলমান কাউকে পেতে খুঁজে
এদিক ওদিক সব দিকেতে
আমার মতই আর একজনকে
ক্লান্ত, আমি খুব ক্লান্ত
বন্দী আমি এ সময়ে আবদ্ধ
নাই, নাই, কোথাও কেউ নাই
একলা আমি আর সব কিছু যেন স্তব্ধ