তুমি বললে,
        স্মৃতির এই খেলা
মানে জান তুমি,
        পরে আছে বেলা।

মনে পরে স্মৃতি,
           স্মৃতির জীবন।
বেঁচে থাকা মানে যেন স্মৃতির স্মরণ।
তবু কেন এই মনে- স্মৃতির তাড়ন,
ফুঁৎকার দেয় কে- শুকনো আগুন
জ্বলে-জ্বলে ক্ষয়ে যায়- নরক মতন।

অস্ফুট স্বরে বলি,
কেন? কেন? কেন?
সান্ত্বনা দেয় মন- হবে না বদল।
শুনল কে? কে? তুমি আর আমি
তুমিই বা কে রে ভাই? তুমি তো আমি।