তীব্রতা শুধু তার বাড়ে আর কমে
শেষ হয়ে যায় না কেন, কখনো
অস্থিরতা তার সাথে চলে একপথে
ছেড়ে যেতে চায় না কেন, এখনো
যন্ত্রণা তার আগে পিছে সবসময়
অন্ধ করে দেয় তার আলো
সেই আগুনে, জ্বলে পুড়ে সব ক্ষয়ে যায়
মনে হয়,
সব শেষ হলেই যেন ভাল
আয়নার দিকে তাকিয়ে তারপরও
কেন দেখি ঐ কান্না?
উন্মত্ত চোখ, আর উন্মত্ত হাসিতে
সেটা কি খুব বেমানান না?
একমুহূর্তের সান্ত্বনা
যন্ত্রণার সব অবসান
ঠাণ্ডা মাথায় ভবিতব্যের চিন্তা
বাধা পরে যেতে থাকে তখন
অশ্রুগুলো আবার হল সেই আগুন
তবে আবারও হবে কোন ধ্বংসযজ্ঞ
কাটাকাটি, মারামারি না হোক
অযৌক্তিক সিদ্ধান্ত।
নিয়ন্ত্রণ কি যাবে না করা
আমার এ মন।
কবে হবে শেষ
এই তীব্র ক্রোধ।