দুর্বল এই মনে তোমার
জন্ম দেয় ঐ বিশ্বাস।
যুক্তিরই ব্যতিরেকে
হারানো অবিশ্বাস।
পোকা হয়ে কোন ল্যাম্পপোস্ট দেখ,
ছায়ারা হতে পারে না- শেখ
আলো ভেবে যাকে সূর্য দেখ,
তার ছায়াই কি নয় বেশি কালো?
স্বার্থান্বেষীর ঐ প্রলোভন,
জীবন ঢেলে দেয় কত মন
বিবেকের গান বাজার আগেই,
ফলহীন কোন গাছের
অঙ্কুর দেয় গেজে।
লাঠি-সোটা আর তারুণ্য নিয়ে
যায় ছুটে যায়,
আর করে যত বিদ্বেষ।
স্বার্থান্বেষীর যত প্রলোভনে
কেন ভুলে যায়, তোমার এ মনে।
দুর্বল মনের ঐ প্রদীপও
সাধতে পারে না এ যজ্ঞ।
শিকরের বিস্তারিয়া আগে
কেন কেটে ফেল গাছ?
মুকুল গুলো কেন পরে থাকে
ঐ গাছের নিচে?
ঘুম থেকে কি জাগতে দেবে না?
চোখ খুলে কি দেখতে দেবে না?
এই ভোর।