অজানা কারণে চিড়ে ফেলতে চাই,
সময়ের আহ্বান ভুলে পথ হারাই,
পূর্ণিমা রাতে আকাশে চাঁদ খুঁজি,
চারদিক আলোকময়, তবু চাঁদ পাইনা-
দিনের অপেক্ষায় বসে থাকি পথ ধরে,
দুঃসহ সুখে আত্মার গানে মন ভরাই।
অনিয়মে সকল কাজ করার পরে,
নিয়ম মত দরজা দিয়ে বের হতে চাই।
ভাবি ঠিক আছে,
একটু সহ্য করি,
বিশাল বাঁধা ধরা এই বেড়ায় কিছুক্ষণের জন্য ঘুরি।
তবু মনে থাকে না,
মনে হয় কি যেন নাই।
খুঁজতে অজানা, রাস্তা ফেলে ফুটপাতে যাই।
মনের মাঝে খুঁজি না,
ফুটপাতে এদিক ওদিক তাকিয়ে
একসময়—হারিয়ে যাই।
এত অজানার মাঝে থেকেও
মনে হয় কত কিছু জানা
ইচ্ছে করে দূর আকাশে একঝাঁক পাখির সাথে উড়ে যেতে,
গাদা বন্দুকের গুলিতে নয়,
হাল্কা টোকায় নকল ডানা ভেঙে যায়।
কত বছরের বিবর্তনে ঐ বিশাল ডানা- পারে এত ছোট হতে?
কষ্টময়তার রূপান্তর অন্ধকারে,
হৃদয়টা ইচ্ছে করে ফেলতে চিড়ে,
চিড়ে ফেলতে চাই আমি অজানা কারণে।
খুব কাঁদতে ইচ্ছা করে,
কিন্তু কাঁদতে পারি না
কারণ তপ্ত মরুভূমিতে
শুধু মরীচিকা হয়, পানি হয় না।