ক্ষুধার্ত চোখে গোগ্রাসে খেতে থাকি একে এক
ক্ষুধা হয় না শেষ,
চোখে আসে না ঘুম,
মন বলে খেতে থাক।
খাদক আমি, নামেতেই খাদক,
তোমার ঐ প্লেটও যে আমার।
নির্বোধ সব কথা বলে বলে,
আমি শুধু খেয়ে যাই।
রাত পোহাল, সকাল পেরুল,
খাওয়া হয় নি শেষ,
দুপুরেও খাব বেশ।
আগামী কালে খাব কি তা ভেবে
চল করি সমাবেশ।
আমি শুধু খেয়েই যাব,
রুখবে আমায় কে?
যার খাবার খাচ্ছি যখন,
না খেয়ে খেয়ে জীর্ণ কায়ায়
শক্তিহীন সে!
বোকার মত খাবার যদি, দিতে থাকো সব আমায়
আমি শুধু খেয়েই যাব যুগ-যুগান্ত ধারায়।