কালি নেই শেষ,
      তবু পৃষ্ঠে অনেক বাকি
লেখার ইচ্ছে শেষ,
     তাই কলম ফেলে রাখি।

আবার যখন ইচ্ছে হল,
           লেখতে একটা কিছুর,
চোখ খুলে
    গাঢ় অন্ধকার, ঘুটঘুটে কাল দেখি
হাতরিয়ে খাতাটা, হয়তবা খুঁজে পাই,
          কলমটা ছিল খাতারই পাশে
          কোন এক কোনায়।
অন্ধকারেই আলোর খোঁজে লেখা করি শুরু,
             লেখা হয় আবোল-তাবোল
দু-লাইন লিখেই ইচ্ছে হারাই
                 ছুড়ে ফেলে দেই কলম।

বুঝতে পারি
     ধীরে-ধীরে হয়নি এই অন্ধকার।
শুরু থেকেই অন্ধকারে ছিলে,
      থাকবে-
           এ গাঢ় অন্ধকার,
           কেন এই বিকার!