প্রকাশ আমি করব কোথায় এই অনুভূতি
প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্পর্শ
প্রত্যেকটা স্মৃতি আর প্রত্যেকটা বস্তু
সীমাহীন শূন্যতা, আর সবই বিরক্তি
প্রকাশ আমি করব কিভাবে এই অনুভূতি
সবগুলো শব্দ, সবগুলো ধ্বনি
কত শত কম্পন, আর রক্তের প্রবাহ
ঐ দীর্ঘশ্বাস, আর এই পরিণতি
ঐ ঘুম না আশা রাতের পর দিন
ঐ প্রতিবন্ধী গলার ফুসফাস নিশ্বাস
এই ঘাড়ের ব্যথা, আর ঐ বাতের টান
আসক্ত বস্তু বা অবস্তুকে আর একবার পেতে চাওয়া
এ যেন এক লাল আভা,
সব কিছুতেই বিরক্ত
গত কালের ঠিক থাকা কিছুও
আজ হল সব অসহ্য
সান্ত্বনা খোঁজা এ মনেরও
চিন্তাধারায় বিরক্ত
হতাশাগ্রস্ত এই আমারও
অস্তিত্ব মানাতে বিরক্ত
মুখ বাঁকা আর পাগল হাসিতে, মনে হয়-
সবকিছুর সান্ত্বনা এক,
সব হতে হবে ধ্বংস।