ফলাফল আর সবকিছু নিয়ে ভাবিনি তত,
উদ্দেশ্য আর কারণ নিয়ে ভেবেছি যত।
অসহ্য অনুভূতিগুলো জমাট করে,
ছেড়ে দিতে চেয়েছি সব, একসাথে।
মুহূর্তের ঐ মাথাব্যথা অবসান করতে,
ফেলে দিতে চেয়েছি, সব অনুভূতি।
হাত আর পায়ে আমার, লাগা যত ঠাণ্ডা,
ছড়িয়ে দিতে চেয়েছি, সারা শরীরে।
আর আমি হাটতে চাইনি, তোমাদের সাথে,
চাইনি গাইতে ঐ, তোমাদেরই গান।
আলো হাতে বারে বারে ঐ তোমাকেও,
ঢুকতে দেই নি এই, আমারই ঘরে।
নীল আকাশ আর লাল সূর্যকে,
দেখেছি সাদা-কালো, এই সাদা-কালো চোখে।
আধা বন্ধ ঐ অন্ধ চোখ যেন,
ঘুমিয়ে যেতে চেয়েছে চিরকালে।
দিনের-পর-দিন, বারবার, কতবার, কতদিন,
ভেবেছি, করে দিব শেষ, এ সব কিছু।
দীর্ঘশ্বাস আর ক্লান্তি নিয়ে, করেছি কল্পনা,
সমাধান যে হবে না তখনই, ভাবিনি কখনো।
থেমে যাওয়া সময়কে করতে চলমান,
সহ্য করেছি ঐ করুণার দৃষ্টি।
পানির ফোটাদের টপটপ শব্দে,
খুঁজে ফিরেছি সব, ঈশ্বরদের।
তবু কেন দেখতে পাই, ওহে আত্মহরি,
এ কবিতাই কি মোর শেষের, কবিতা চিঠি।