সকল শূন্যতায় অন্ধকার
আট নয় এর পেচাল
ঘরে ঘরে নতুন দিকের শীতল আভাস
কখনোবা জীর্ন কষ্টের আতঙ্ক
ভবঘুরে যারা ক্লান্ত মেঘের আশায় আসক্ত
দিন গুনে ঠিক ভোর বেলার অপেক্ষা তাদের।
পাহাড়ের পাথর খসে পড়ার বিষাক্ত মায়ায়
তাদের ভয়ের হাসি, হাসির গন্ধ কেবল
দূরে কান্না মিশ্রিত আহাজারি
মমতার বিষাদ ভরা করতালি।
আগুনের গরম ধোঁয়ায় তীব্র অন্ধকার
অন্ধকার সেই ভোর বেলা হতে
যেখানে হারায় একেকটি সুন্দর প্রভাত।