অন্তনীল খনে নীলিমা যখন মিশে যায়
দুহাত ছুয়ে রংধনু ফিরে যায়
সেদিনের মনমেঘে আধারের আলো
মিশে হয়েছিল একাকার
তারই আশায় লাল লাল ফুলে
ভ্রোমোরের গুনগুনে ভাব
ভাবনায় ছিল সাদা কালোর বন্দিত্ত্ব
আরেকটা মিষ্টি ফুলে
স্বপ্নছেড়া কাগজের নতুন নিঃশ্বাস
হয়তোবা আগুন ঝলসে দিয়েছিলো
কিংবা,
কালো পাথর হয়ে ছুয়ে দেখেছিলো
ঘন বাতাসের স্নিগ্ধতা
আর তারই মাঝে বেচে থাকা
আনন্দিত প্রত্যাশার পথচলা