মহত্ত্ব...
আবেগের আচড়ে নিজেকে পেতে
আপনাতে আছে নুরের আবেশ
তবু নেই খেলাছলা
আজ ঐ মনোগৃহে
নেই বিশ্বাস নেই আলোকিত সমাজ
অশ্পর্সী শক্তিরত মন
ছুবে আশ্চর্যের কারিগর,,
তৈরি হবে মহত্তে ঘেরা বিশালত্ত
সমাজ দেখবে প্রয়াস
এ যেন মহত্তের প্রয়াস,,
পারবে কি ফিরিয়ে দিতে
ওই অন্ধত্তের আলো
আর অই কষ্টরত বৃদ্ধের মনে
রগ ওঠা হাতে থাকবে কি
সুবাসিত কোনো ফুল?
জানি আসবে না আর এ সমাজে
কোনো এক অতিথি
বাজবে শানাই তবে থাকবেনা আনন্দ
থাকবেনা সেই রঙ
থাকবেনা তোমার আমার
বিশালত্তের গান
চাই আনন্দ, চাই সমাজ
আজি এ মহত্তে।