অনেক গুলো কথা জমে ছিলো
বাক্স ভর্তি কথা
বন্ধ ঘরে আটকে থাকা কথা
ভয়ের অন্ধকারের কথা
আরও ছিলো,
আকাশে আর বাতাসে উড়ে চলা
যত সব মিথ্যে কথা।
অনেক গুলো কথা জমা ছিলো
লাল কিংবা নীল রঙের
মাঝে মাঝে যা হয়ে যেতো কালো কিংবা সাদা।
আমার কথা জমা ছিলো
আকাশের সেই নীল রঙে
হাসনাহেনার সাদা রঙে
আমার মনের কালো রঙে।
অনেক গুলো কথা জমা ছিলো
মিষ্টি গন্ধের কাশ ফুলে
নদীর কলরবে আর পাখির ডাকে
প্রকৃতির কোনো অদম্য ইচ্ছাতে
সাহস অথবা পরিনতি তে।
অনেক গুলো কথা জমে ছিলো
বিভ্রান্তি আর বিনোদনে
ছবি আঁকা আর সত্য চরিত্রে
চোখের কোঁনায় জমে ছিলো কথা
বলা হয়নি মুখের শব্দে।
অনেকগুলো কথা জমে ছিলো
প্রিয় কোনো বইয়ের পাতায়
শেষ থেকে যায় যেই কথায়
সৃষ্টি তখন বিষ্ময়ে।