বিভীষিকায় কোনো এক নুতন শব্দ
হতে পারে যন্ত্রনা
হতে পারে কিন্চিৎ দুঃখ
হতে পারে আনন্দলোকের বাহানা আর বাসনা
তা ছিলো কাচের পুতুল হয়ে
শব্দের লুকোচুরি খেলায়
আর শব্দের মেলায় ছিল
টুকরো হওয়া কাচে আলোর নিষ্ঠা,
তারপরও-ছিলো
একাধিক ভালোবাসা
আর কিছু প্রতিশ্রুতি
ঐ কাচের ঘরে, যখন তুমি ছিলে কাচের পুতুল হয়ে