গুনবতী তোহ তুমিই
পক্ষীকুলে উড়ে চলা দিগন্ত যখন
তোমার মাঝে আলো খুজে
হাজারতম ব্যস্ততায় আলোর স্পর্শে
রঙিন হয় সারা পৃথিবী।
রঙিনতম ওই আকাশ যখন গম্ভীর,
কোন দিগন্তে হারাও তুমি?
তোমার নিষ্ঠুরতা
এতেই প্রমান হয়না কি?
মনুষত্য ঘিরে যখন সাহায্য এর আবেদন
ওই দুটি হাতে দুটো সৌন্দর্য
তুলে দিতে পারনা তুমি?
হাজার হাজার প্রশ্নের ভিড়ে আটকে যাবে তুমি
পৃথিবীতে এসোনা, থাকো মনুষত্যে
তবেই সৃষ্টি হবে সর্ব জুড়ে আলোরনে
নতুন তুমি,
আর তোমার স্পর্শে নতুনত্ব ঘিরে
আরেক আমি