আবার দিন গুনার প্রথম সকাল
দুদিনের পর মস্ত বড় গাছের ছায়ায় হৈচৈ
শান্তির বিরাট মহলে তীব্র যন্ত্রনার ফাকে বিদায় উৎসব চলে।
সু-দিনের অপেক্ষায় ছায়া মানব হারিয়ে যায়
হারিয়ে যায় বিদ্যানের ঘরে
মন বসে থাকে মোমের আবছা আলোয়
ঝাপসাটে ঝলসানো পুড়ে যাওয়া হাতেও নরম স্পর্শ
সবই হারিয়ে যায় তারই মতো
গুরুত্বের অভাবে যেখানে লুকিয়ে শত আবছায়া।
ভয়ে কাতর মানব, ছায়ায় খুজে নৃশংসতা
একটু একটু করে আঁধার ঘনিয়ে আসে
জীবন্ত মানুষ হাতড়ে খুজে অন্ধত্বকে
বিরাট কাহিনীর পৃষ্ঠায় ঢাকা পরে যায় সব
আবছায়া আর ছায়ায় মানুষ খুজে তাকে
যাকে নৃশংসতায় হারিয়ে ফেলা হয়েছিলো
পশুর পিঠে নিয়ে ঠেলতে ঠেলতে।