রোদমুখো সেই অক্ষি আমার
ড্যাবড্যাবে সেই চাহনি তাহার
অক্ষি পানে হিংসে জ্বলে
সাহিত্যে মোর অভাব বলে
মাথা ঘুরে যায় মুখে জড়তা
বিশ্রি চেহারায় ঢেলে দিয়ে যায়
অট্টহাসি অট্টহাসি।
মস্ত বড় চঁাদ পিছে যায়
কাহিনির ওপারে আষাঢ় হাসে
নিয়ে যেও মোর অট্টহাসি
বাধন ভরে জল জ্যোৎস্নায়।
তিব্র নিন্দা ভোরের তলে
তারপর যার নিষ্ঠার ছলে
আমি হাসি আমার ভুলে
সে হেসে যায় আমায় ঠেলে।
দুর ভাবনায় অট্টহাসি
বিশ্রি আমার অট্টহাসি
শব্দ ছন্দের অট্টহাসি
দেখা শোনা তার নতুন হাসি।
আমি জাগি সেই পাখির স্বপ্নে
রাতে তাহার চোখের কোনে
মিষ্টি জাগে নৃত্যে কাহার
ভয় লাগে এক আকাশ জুড়ে।
ভালো লাগে এক অভিযাত্রায়
সংসার সাজায় মনে মনে হায়
তবু শুনেছি ভালো লাগে তার
বিশ্রি আমার অট্টহাসি।