বিধ্বস্ততা চিনতে
রোগীর রক্তের চিৎকার
নৃসংশতা হানা দিয়ে
গিলতে ব্যাস্ত শকুন আর কাক।
কালো ওটা দেখা যাচ্ছে জরাজীর্ন এ রাস্তায়
মাথা নতো হয়ে লাথি খেয়ে মরছে তারাই।
হারিয়েছে সব শহরের মলিনতায়
হাহাকার স্পষ্ট বিকালের চেহারায়
বিধ্বস্ততায় কেড়ে নিচ্ছে সেই মায়ের কোল
সত্যিটাই বলতে বাধা হয়েছে
বিষ খেয়েছে পর।
সবারই আজ হিংসে করে
নষ্ট হয়ে সব
নষ্ট জাতি কান্না দেখায়
আঁখির অভাব প্রায়।
সন্ধ্যেতে যার ঘরের কোনে
অন্ধকারেরা গল্প করে
মৃত্যু তবে এলো বলে
চিন্তারা ছায়া মেলে
কেমন যেনো কান্না করে
দৃষ্টিটা কেবল অন্ধ বলে।
রাজপথে শুরুর শব্দ শোনা যায়
মায়ের গলায় শব্দ হারায়।
কানে বাজে একি বেলায়
--মা
এইতো আমি বেরিয়ে পরলাম বলে।