আমি কি আবার হারিয়ে যাবো
শ্রাবনের কালো নরম মাটির তলে
যেখানে প্রতিটি পদের তালে
কন্ঠস্বরের কত স্নিগ্ধতা।
আমি কি আবার হারিয়ে যাবো
বহু মনের রঙে
হাজারো হাজারো নীল শুভ্রতায়।
হারিয়ে যাবো কি?
নাকি চরম সত্যিতে জীবন বয়ে যাবে
জীবনের গল্পের টুকরো করা মেঘে
দুরপ্রান্তে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো
ডুবন্ত স্রোতের মধ্যিখানে,স্বপ্নের আলোর চরে।
আমি নই কোনো পথযাত্রী
হারাবো কত কাল পরে
পথিমধ্যিখানে ঝড়ের বালু উড়ে আসবে মুখে
চারিদিকে থাকবে কলঙ্ক ভরা অন্ধকার।
আমি হারাবো কোনো প্রভাত দেখার ভয়ে
হারাবো ক্লান্তিতে ভর করে আসা নিজস্ব শক্তিতে
আমি কি আবার হারিয়ে যাবো
নিজেকে না চিনে তারই আগে
মানুষ তাকিয়ে থাকবে আমার দিকে।
আমি কি আবার হারিয়ে যাবো,
হারিয়ে যাবো
ওই নিষ্ঠুর মানুষেরই মাঝে?