জলন্ত প্রদীপের গায়ে আচড় দেবে?
দাও।বুঝবে।
জ্বল জ্বল করে গড়ে ওঠা প্রতিটি আলোর মর্ম
কাঠ হবে?হওনা।
বুঝবে যন্ত্রনার আর্তচিৎকার তীব্র দাহনে।
গভীরে ক্লান্ত খেয়ালে, দাউদাউ করবে আগুন ছড়াবে তার আলোরনে।
প্রতিটি দাহনে নয়,সর্ব দাহনে সৃষ্টি হবে শক্তি।
শক্তি নয়,সৃষ্টি হবে শক্তি যোগে মহাশক্তি।
জীবন্ত ঘড়ির চন্ঞ্চলতা হার মানায় তীব্রতার খেলায়
পুরে ছাড়খার হয় মাটির মানুষ।
রঙে রঙে বহুদুর, প্রতিভার কারাগার
হার জিত কর্ম সংঘবদ্ধ এরই  বিশেষ মর্ম
প্রদীপ দেবে আলো,আগুন দেবো শক্তি
আলোরনে তৈরি হবে প্রজন্মের মুষ্টি।
মুষ্টিবদ্ধ সমাজ,জিতবে দেশ
আলো ছড়াবে প্রজন্ম বেশ
লোকে বলবো তাড়াতাড়ি
পুরাতন হবে তবে শেষ।