আমি যাকে ভালোবাসি
তার প্রিয় সমুদ্র, আর আমার পাহাড়!
বসন্ত তার প্রিয় ঋতু,আমার শরৎ....
আমার ভালো লাগে মেঘ দেখতে,
আর তার বৃষ্টি...
আমার প্রিয় চাঁদ,তার চা...
সে ফুলের সাথে কথা বলে, আর আমি বইয়ের ....
এরপর তার সবকিছু আমার অভ্যাস হওয়ার পর জানলাম,
সে ভালোবাসে অন্য কাউকে;
আর আমি তাকে ....