যতখানি কবিতা আছে, তুমি আমার।
কবিতার অক্ষরে অক্ষরে আমি তোমাকে পেয়েছি,
শব্দে ছুঁয়েছি তোমায়,
ভেঙেছি ছন্দে,
অন্তমিলের বাহুডোরে জুড়েছি বহুবার
কোনও কোনও লাইনে তোমায় হারিয়েছি,
কোনও কোনও লাইনে খুঁজেও পেয়েছি আবার
ঘর করেছি তোমার সাথে, বিরামচিহ্নের ফাঁকে।
যতখানি কবিতা আছে, তুমি আমার
কবিতা ফুরোলেই, তুমি নেই।
কোত্থাও...