কাঁচের চুড়ি রিনিঝিনি,
তোমায় আমি একটু চিনি,
তুমি বুঝি পরদেশিনী?
সাজিয়ে বেড়াও কার বনানী?

কাঁচের চুড়ির রংবেরঙে,
আটকে গেছি তোমার ঢঙে,
ঘ্রাণে ভরা এলাচ লঙে,
মুগ্ধ কুটুম চড়ুই ফিঙে!

কাঁচের চুড়ি ঝিলিমিলি,
তোমায় একটা কথা বলি,
মনের ভিতর অলি গলি,
খুঁজছে তোমায় শহরতলী!

(সংগৃহীত)