তোর ঠোঁট ফোলা অভিমানে,
সূর্যমুখি ফুলের আজ মুখ ভার।
তোর অভিযোগের কারনে,
শহরের কোলাহল আজ স্তব্ধ।
তোর নিশ্চুপ থাকায় আজ,
শহরে বৃষ্টির তেমন দেখা মেলে না।
তুই নিদ্রাহীন রাতের সঙ্গী বলে,
জোনাকিরা রাতে আর আলো ছড়ায় না।
তোর ওষ্ঠ কে চোখের অশ্রু স্পর্শ করে বলে,
ঈর্ষায় আজ নীল আকাশটা মেঘলা।
তোর মিষ্টি কণ্ঠে আজ বিষাদের সুর বলে,
পাখির কিচিরমিচির শব্দে তোর শহরকে আর মাতিয়ে রাখে না।
তোর ঘরের চৌকাঠ আজ বন্ধ বলে,
হিমেল হাওয়া তোর গৃহের বাতায়নে এসে কড়া নারে না।
অভিমানের দুয়ার আজ ভেঙ্গে,
কপাট খুলে চেয়ে দেখ,
প্রকৃতি শুধু তোর চঞ্চলতার অপেক্ষায়।
তবুও কি থাকবি করে এখনো অভিমান?