না, কোন সংশয় উস্কানি নয় সে কোন অনুক্ত অভিমান
বেতবন মত আঁকশি কাঁটার বন্ধন আঘাতে চিরে ফেলা নয়
নয় ডোবার জল মৃত কচুরিপানার সংসার, পচনে সবুজ
রোজকার আয়োজন, পূর্ব শপথে সন্ধ্যায় পুনর্বাসন বিরোধ-
নয় ঘষা কাঁচে বিদায় কালে তরল কাজলে সুতির আঁচল
পাক্ষিক অভ্যেসে ধুলি রং ক্যানভাসে তুলির আঁচড় নয়;
জানো ? সে এমন নয়;
বরং জ্যোৎস্নার ঋণ, ধার করা সুখ বণ্টন শেষে রাত্রির ক্ষয়
আকাশের বুকে অবুঝ ব্যস্ত পালকের নীড়, ঘরে ফেরা পথ;
নবীনঝর্ণা, হৃদয়ের টান, ব্যাকুল তানে গন্তব্য নেই  চলায়
তৃপ্ত হৃদয়, কম্পন অধর, সুপ্ত কথার ব্যাপ্ত ছন্দ শিরায় শিরায়
পালিয়ে যায় আবার ফেরে, কাঁচা ঘাসের গন্ধে শীতল শিশিরকণা
সূর্য ডোবা বিদায় বেলা, আঁধল ধুলি রাখাল বাঁশি সুর খুঁজে পায়;
বলো, কে এমন হয় ?