তুমি যদি হও শরৎ 'কাশে
একটা ধবল পাখি
ডানাতে রোদ রং ছোব না, না
মেঘ পালকের সাথি
হলদে ঠোঁটের তৃষ্ণায় হব দীঘি অথৈ জলের
নরম কাদায় পার বাঁধাবো আধার পুঁটি মাছের।
বুকের ভিতর মুখ লুকাবে হাঁটবে গুটি গুটি
সুখের জলে স্নান করাবো তবেই তোমার ছুটি । ।