গত আধ জনমের পাপে আমি জন্মের তরে ডুবে গেছি বোধ হয়
চোখ বুজলে আজও সে পাপেরই প্রায়শ্চিত্ত শোধ হয়
মাথার ভিতরে অনুতাপে যন্ত্রণার ইহলোকে অবিরত
নিরালায় ঘিরে ধরে চারধারে অবেলার মরনের মত।
অদূরের মৃত শান্ত দীঘিতে কখনো অশান্ত লহর মত জাগে
ওবেলায় নিভে গেছে যে প্রদীপ শৈত্যের তিক্ত অনুরাগে
অনুক্ষণে তারও সলিতায় আঁচ লাগে যেন কোন আগুনের !
জানি সে দহনে নেই পরিশুদ্ধি কোন, নেই দগ্ধতা ফাগুণের
কিছু অতীতের খুনে পোকার দল শুধু দেশলাই শলাকায় ভিড়ে
নীলচে আধারে বিদ্রুপে কড়া নেড়ে যায় বেজন্মা সন্তান অধিকারে।
গাঢ় অভিমানে তারা চিরকালীন আয়োজনে আপন পিতৃলয়ে
তল্পি-তল্পা বাঁধে অবাধ্য নাছোড় বাঁধনে; দুঃস্বপ্নের মত ধীর লয়ে
বাজে সাদা শঙ্খের তান, কুয়াশা জঠরে লীন নিদাঘ আর্তনাদে
একা পরপুষ্ট পিতা আহত নষ্ট সময়ের ফাঁদে।