এসো,
এসো মন-প্রাণে,কথায় আর গানে
এসো, ভরা অভিমানে ভারী দু’নয়নে
এসো, তাপ-খরা দিনে শেষ ভানু ক্ষণে
এসো, কড়া দহনে ঘেমে দখিন পবনে
এসো, ধরা গগনে ভেসে ঘন মেঘ সনে
এসো, ঝরা জলটানে গীত কলতানে
এসো, ত্বরা ফাল্গুনে হৃত ফুলেল বাসনে
এসো;
এসো
জড়া ধরে যাবার আগে চিত্ত-হৃদয়
এসো,আর করো না দেরী,
এসো মোর পল্লবী এসো এ শ্যামলছায়;
আমি যে দাঁড়িয়ে একা তব আরাধনায়;
এসো তাড়াতাড়ি,
এসো সুধামৃত হও এ আকন্ঠ তৃষ্ণায়।