ব্যস্ততম শহরে দীর্ঘতম উপন্যাস পড়েছ কখনো?
যদি পড়তে তবে বুঝতে ;
বুকের ভেতর নরম হাওয়া
কীরকম দোলে দানবের মতো।
আলোর মিছিল ছেড়ে ঘুরেছ কখনো বন্ধ চোখের অন্ধকারে?
যদি ঘুরতে তবে জানতে ;
হৃদয়ের অতলে এক মৃতপ্রায় নদী
কীরকম শুকিয়ে যায় সভ্যতার মতো ।
শতাব্দী প্রাচীন ঊষর ভূমির গাঢ় দুঃখ দেখেছ কখনো?
যদি দেখতে তবে অনুভব করতে ;
ক্ষোভে-বিক্ষোভে সুতীব্র হাহাকার
কীরকম বাজে নোনা কলরবে।
অপার্থিব অর্কিড, তোমাকে বলছি,
ভয় পেও না, প্রশ্নগুলো তোমার কাছে নয়।
তুমি বরং ‘জোকারের’ মতো হাসো
সমুজ্জ্বল হয়ে থাক দুঃখগুলোর পাশে।