রিপন যেন বর্ণালি বিকিরণ
রঞ্জিত রুদ্রের হাতে রুপালি গিটার
আর আমি?নির্গুণ,প্রেমাসক্ত নিকোটিনে!
হাতের খুব কাছেই সীমাবদ্ধ স্বপ্নের ওয়েসিস
হাত বাড়ালেই আমরা পেতে পারি
সুরা, সাকি, সমুদ্র আর সোনারঙের সকাল
শুধু এক বিকেলের জন্যে।
সেই বিকেলকে অনন্ত ভেবে
অশান্ত আমরা কত রকম আমোদে ভেসেছি
সম্মিলিত ফুৎকারে উড়িয়ে দিয়েছি শতবর্ষী স্লোগান
সকৌতুকে মেতেছি সীমাহীন সম্ভোগে
অতলান্তিকে যেমন টাইটানিক।
তখনো নামেনি আঁধার
হয়তো নেমেছে, আমাদের অলক্ষ্যে
সে আঁধার ঢেকে দিয়েছি চাঁদনি মোড়কে
বিভোরে প্রেমে অথৈ সায়রে।
ঠিক তখনই শোনা গেল ঝিঁঝিপোকার গান।