উজ্জ্বল আলোকবৃত্তের লোভ সামলাতে পারলে না তুমি।
বিশ্বায়নের বুর্জোয়া বাজারে পণ্য বনে গেলে ।
আমার আদি ও অকৃত্রিম প্রোলেতারিয়েত প্রেম ধোপে টিকল না ।
দিয়ে গেলে এক রাশ নীল অনুভূতি, সাথে বুভুক্ষা।
কিন্তু এমন নিষ্প্রাণ ও নশ্বর ক্ষুধা আমিতো চাইনি!
এ আমি দুটাকাতেই মেটাতে পারি,
অনায়াসে, অল্পায়াসে যখন ইচ্ছে তখন।
বরং চাতকের জন্যে ফটিকজল চেয়েছিলাম আমি।
ছুঁতে চেয়েছিলাম তোমার দুরন্ত মন
দুর্দান্ত উন্মাতাল পাগল করা ক্ষণ।
মহুয়া-মাতাল মাটিগন্ধা মোহন মন্থন
তোমার সাথে আমার আকাশ আলাপন।
চেয়েছিলাম হাঁটতে দুজনে পৃথিবীর পথে
নিকষকালো আঁধার ছেড়ে রাইনে ও সীনে
যদি চাও, সাথে নিতাম এক সমুদ্র নীল
ভালোবেসে রাঙিয়ে দিতাম নিখিল বর্ণিল।
তবুও কেন, কেন সস্তা ভেবে আমার মৃত্যু এঁকে দিলে?