আমি পার হব আজ দূর পারাবার
আমি পার হবে আজ ঘন আঁধার
আমি ভেঙে দেব এই কারাগার
            আমার আপন হাতে।

আজ গাইবে পাখি আত্মহারা
আজ বইবে বাতাস পাগলপারা
আজ নীল গগনে উঠবে ভরা
               পূর্ণিমারই শশী।

আমি দেখবো তাহা বসি
সাথে নিয়ে মুগ্ধ হৃদয়
           স্বপ্নাবিষ্ট কবি।

আমি বুনো ফুলের গন্ধ মাখি
সেই আলোকে হাঁটবো আজি
সঙ্গী হবে বৃক্ষরাজি
           নীল আকাশের তারা।

আমি হাতে নেব রক্তজবা
আজ দূর বনেতে হবে সভা
আজ মুক্ত হবে কন্ঠধারা
             নূতন দিনের গানে।

আমি ছেড়ে যাব এই জমানা
অন্য কোন খানে।
আমি ফিরে পাবো শক্তিধারা
           আবার আমার প্রাণে
                    নূতন ফুলের ঘ্রাণে।

পাষাণ ভেঙে ঝর্ণাধারা
নামবে আজি আপনহারা
আজ মুছে যাবে অশ্রুধারা
             পাখির কলতানে।

নবীন প্রাণের ফল্গুধারা
ঝরঝরিয়া হবে সারা
আজ ভেঙে যাবে প্রাচীর কারা
                   কুহুকুহু গানে।

আজ ধমনীতে রক্তধারা
উচ্ছ্বসিয়া দেবে সাড়া
আজ বইবে ধারা দুকূল হারা
                  সাগরেরও পানে।