আমি হতে চাই এক নির্ভীক কবি
কবিতার ছন্দে থাকবে যার প্রতিচ্ছবি
আমি লিখতে চাই কবিতার মাঝে
প্রেম দুঃখ, দুর্দশা
আর শোষিত মানুষের দুঃখ কথা।
লিখতে চাই যারা অনাহারে মাথা ঠুকে
ন্যায্য মূল্য পায়না পারিশ্রমিকের
শাসনের নামে শোষিতের রক্ত চুষে
ভারি অট্টালিকা গড়ে তাদের প্রতিবাদে।
আমি হতে চাই এক সাহিত্যিক
লিখব কথা বাস্তবতার সামিল
নয়তো সে কাল্পনিক
লেখব কথা প্রকৃতির অবারিত সৌন্দর্য
মানুষের মাঝে লুকায়িত সৌহার্দ্য
আমি লিখব কথা সত্য নায়ের পথে
যেখানে অপেক্ষায় যমদূত যমদূত মৃত্যু মালা হাতে।