ভুল সমীকরণের সঠিক হিসাবে
সীমাহীন বিশাল আকাশের মাঝে
একটুকরো কাল মেঘ।
প্রাপ্তির আকাশকে ঠেলে দিচ্ছে দুর-বহুদুরে
আশাগুলোকে ঢেকে দিয়েছে কাল আঁধারের বাতিতে
আর সপ্নগুলকে গিলে খাচ্ছে
কোন কল্পপুরির রাক্ষসীর নির্লিপ্ততা।
তিন জোড়া চোখ তার ঝাপসা আলোয়
হাতড়ে বেড়ায় হামাগুড়ির দেয়ালে।
চোখের জলরাশি ক্লান্তির তৃষ্ণায়
ঠিক যেন হয়ে উঠে সু-পেয় পানীয়।