------------------------------------------------------------
ক্যাম্পাস তোমার কোনদিকে কম্পাস?
সিলেবাস কভার শেষে সনদ নিয়ে পাস!
মধ্যকালীন পেশীর বল দলেবলে হল দখল
ক্যান্টিনেতে ফাও খাওয়া ক্ষমতাসীনের গান গাওয়া
কাজী কবির স্তবকৃত তোমার ছাত্রদল !
এরাই বুঝি সম্ভাবনার সোনালি শতদল ?
ক্যাম্পাস তোমায় কে কিনেছে কত টাকায় বিক্রিত
কলঙ্ক লেপনে কোন ঠিকাদার করছে তোমায় বিকৃত?
লুটেদের তজবী জপো পায়ে ঠেলে অধ্যয়নং তপোঃ
গবেষণাগারে হলুদ ঘাস এই কি তোমার মেধার চাষ!
ক্যাম্পাস তোমার কোনদিকে কম্পাস?
-------------------------------------------------------------