-----------------------------------
মুখে মোদের ঝোলে তালা
হাতে পায়ে বেড়ি,
মাথা মোদের ভুমিমুখী
আমরা ভেড়া ভেড়ি !
ওঁদের কথায় উঠি আর
ওঁদের কথায় বসি,
ওঁদের কথায় আগুনে হাত
ওঁদের কথায় খসি !
ওঁরা মোদের মালিক প্রভু
ওঁরা মানুষ সাচ্চা ,
কয়লা খনির গিনিপিগ
আমরা শুয়োরের বাচ্চা !
-----------------------------------