------------------------------------------------------
সত্যি কথা বলছি
মদ আমি খাইনি তবু
মাদক নেশায় টলছি!

সত্যি কথা বলছি
হৃদয় আমার পাষাণ কঠিন
নারীর কথায় গলছি!

সত্যি কথাই বলছি
নিটোল জলের শ্যাওলা আমি
চৈতি দাহে জ্বলছি!

সত্যি কথাই বলছি
এক বার হেরে তোমার কাছে
সত্তর বার কান মলছি!

সত্যি কথাই বলছি
বিশের যুবক চল্লিশে এসে
অস্থি মজ্জা খুলছি!

সত্যি কথাই বলছি
ষুন্ডীর রাজার ডান্ডার ঘায়ে
নিজেরই নাম ভুলছি!

সত্যি কথাই বলছি
দেশি নামে আমরা সবাই
হাইব্রীড হয়ে ফুলছি!

সত্যি কথাই বলছি
দূর্বল রশি আটকে ধরে
খাদের পাড়ে ঝুলছি!
----------------------------------------------------------