আজ তাঁর অভিষেক
--------------------------------------------------------
নগর আজ নতুন সাজে ফুলে আর দুলে
আজ তাঁর অভিষেক ফুলে আর ফুলে
নগর পিতা হিশেবে--------------------
আসিতেছেন মান্যবর রাজন্য মহোদয়
গাজীদের নগরে আজ নতুন সূর্যোদয়
নতুন আবেগ আবেশে-----------------
সেজেছে শহর দুলহান রুপে স্মরণে বরণে
আমেজের ধুপে-রঙ্গিন ফিতা ফেস্টুন তোরণে তোরণে
নতুন হাওয়ায় সুখ সুখ আবীরে----------
কাক ডাকা ভোর থেকে দাড়িয়ে ঘাঁটের মাঝি রিক্সাওালা কৃষক
নয় কাঙ্গালী ভোঁজ আর রেশনের জন্য ,
আশা তাদের করবে নগর পিতার সাথে হ্যান্ডসেক
নয়ন ভরে দেখবে পিতার ব্যাদান বদন
হাজির লক্ষ আমজনতা স্বচক্ষে দেখতে তাদের প্রদত্ত
নির্ভেজাল বিশ্বাসের হলুদ প্রণয় লগন !
এখানে রাজবাড়ির মাঠে হাজির নাজির আজ প্রশাসন
দুধওয়ালা কসাই সবজি বিক্রেতা নুলো খোঁড়া ভিক্ষুক
বারবনিতাসহ অপার জনগণ !
---------------------------------------------------------