শিয়ালকোটের জর্দা
---------------------------------------

শুকনো কে শুকনো বলি
কাদাকে বলি কাদা ,
মাঝামাঝি আছে ওরা
চরম হারামজাদা!

কালোকে কালো বলি
সাদাকে বলি সাদা ,
দুইয়ের মাঝে নিরপেক্ষ
চরম হারামজাদা!

এ দেশটাকে করলো স্বাধীন
মিলে সবার বাপ দাদা ,
ছিলো যারা নিরপেক্ষ
ওরাই ভণ্ড পীরজাদা !

হ্যাঁ বলেনা না বলেনা
শিয়ালকোটের জর্দা ,
ওপার পেলে ঘোমটা খোলে
এপারেতে পর্দা !


---------------------------------------
২৬ এপ্রিল,২০১৭ ইং