----------------------------------------------------------------
নাই প্রাইভেট নাই সাইকেল নাইরে সোনার নাও,
ইদুল ফিতর উৎযাপনে কেমনে যাবো গাঁও?
টিকিটরে তোর অভাবে এই শহরে এতিম হয়ে রইলাম!
আমি যখন সিঙ্গেল ছিলাম চড়তাম কাটাগাড়ি
কোন সাহসে পরিজন নিয়ে পদ্মা দেবো পাড়ি!
বিমানরে তোর কথা ভেবে পকেট হাতড়ে দেখলাম!
পাখি যদি আমি হইতাম উড়তাম আকাশে
ইদের খুশবু ছড়িয়ে দিতাম বাতাসে বাতাসে!
ট্রেনের টিকিট কাটার পরে পায়না দূর্বল সিট
একটু চৌকস না হইলে পরে সবখানে আনফিট!
বন্ধুরে কেনোরে নরম পেশীর হইলাম?
----------------------------------------------------------------