---------------------------------------------------------------
প্রভাতবেলা গেলো আমার মধ্যাহ্নে গড়িয়ে
এখানে ওখানে দেখো বগীগুলো ছড়িয়ে,
স্টেশন চত্বরে আছি খাম্বা পায়ে দাড়িয়ে
সিএনজি হয়ে কেউ যায় সামনে মাড়িয়ে,
বকের খাবার কাকে খায় কে দেবে কাক তাড়িয়ে,
অনিয়মের নিয়ম গেছে সকল মাত্রা ছাড়িয়ে,
দুটোর ঘন্টা টিকটিক করে পায়ে ধরে ঝিনঝিন
এই বুঝি হায় পেয়ে গেলাম সোনার হরিণ,
টিকিট নাই টিকিট নাই টিকিট বিক্রি শেষ
তবুও তোমায় ভালোবাসি সোনার বাংলাদেশ!
-----------------------------------------------------------