------------------------------
মসজিদে যাই নোয়াই মাথা
মন্দিরে যাই তিলক পরি ,
শরাবখানায় মত্ত মাতাল
শয়তানের সাথে দস্তি করি!
গোরস্থানে আল্লাহ আল্লাহ
শ্মশান ঘাঁটে হরি হরি ,
সর্ব ঘাঁটের কাঁঠালি কলা
আমি সেকুলার বদের বড়ি !
আনারসের ধর্ম বুঝি
দুধের সাথে খাইনা ,
হৃদয় ধর্মের মৃণ্ময়ী পেলে
দূরের হুর চাইনা !
-------------------------------