-------------------
ক্ষয়ে যাচ্ছে সূর্য সারথি
ক্ষয়ে যাচ্ছে চাঁদ,
যাচ্ছে নিভে তারার আলো
ভাঙ্গছে বাঁধন বাঁধ।
যাচ্ছে ঝরে পাপড়ি সকল
প্রেমের সোহাগ মঞ্জুরি,
চৈতি দাহে হৃদয় জ্বলে
মুখ থুবড়ে গুঞ্জুরি!
খাচ্ছে কুরে মনের মুকুল
বিসম্বাদের পোঁকা,
পুতুল খেলার এই ধরণী
শুভঙ্করের ধোঁকা!
------------------